Best aia Files Also Know As Project Files For Android Apps For Online Platforms And New Healt and Technology Updates For You !

Search This Blog

Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

Friday, 18 January 2019

January 18, 2019

কিভাবে ফেসবুকে কালার পোস্ট,কমেন্ট করব

আজকের পোস্ট,কিভাবে ফেসবুকে কালার পোস্ট,কমেন্ট করতে হয়।আপনাদের প্রথমেই বলে রাখি,এইটা শুধু ফেসবুক এপস ও ফেসবুক লাইট এর জন্য কার্যকরী।
ফেসবুকে কালার করে পোস্ট,কমেন্ট করার জন্য নিচে কিছু কালার কোড দেয়া হলোঃ
  <fg=f0f00f0f> red
 <fg=b000ff00> green
<fg=b0ffd700> golden
 <fg=b0000000> black
 <fg=b0ff7f00>orange 
<fg=b0ffff00> yellow
<fg=80ffffff> sky blue
 <fg=b000ffff> light blue 
 <fg=b0ff00ff> light pink
 <fg=b0ff007f> dark pink
<fg=b0ff0000> redish pink 
<fg=b0800000> brown
 <fg=b0ffc0cb> light purple
 <fg=b06f00ff> dark blue
 <fg=b0c0c0c0> grey 
<fg=b0bf00ff> purple 
<fg=b08f00ff> dark purple 
<fg=b0808000> mehandi green <fg=b0ba55d3> light purple 
<fg=b0f000f0> majenta
 <fg=b00000ff> blue
 <fg=b0b08080> steel grey 
<fg=b0000080> movve 
<fg=b0964b00> light brown
উদাহরণঃ
যদি আমি পোস্টে লিখি,  <fg=f0f00f0f> আমি বাংলাদেশর একজন নাগরিক।
ফেসবুক লাইটে প্রর্দশন হবে,আমি বাংলাদেশর একজন নাগরিক।
আজ এ পযন্তই।এই রকম আরো পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।খোদা হাফেজ।

Tags:কালার কমেন্ট,লাল রঙের স্ট্যাটাস,কালার পোস্ট,লাল লেখা, ফেসবুকে কমেন্ট
January 18, 2019

কিভাবে ফেসবুকে লেখা বোল্ড,ইটালিক,আন্ডারলাইন করা যায়

আজকের পোস্ট,কিভাবে ফেসবুকে লেখা বোল্ড,ইটালিক,আন্ডারলাইন করা যায়।আপনাদের প্রথমেই বলে রাখি,এইটা শুধু ফেসবুক লাইট এর জন্য কার্যকরী।
  • ফেসবুকে বোল্ড লেখা করতে<b>your text...
  • ফেসবুকে লেখাকে আন্ডারলাইন করতে<u>your text...

উদাহরণঃ

যদি আমি পোস্টে লিখি,আমি <u>বাংলাদেশর <b>একজন নাগরিক।
ফেসবুক লাইটে প্রর্দশন হবে,আমি বাংলাদেশর একজন নাগরিক।

আজ এ পযন্তই।এই রকম আরো পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।খোদা হাফেজ।

Friday, 11 January 2019

January 11, 2019

কিভাবে ফেসবুক পেজ ডিলিট করব

facebook
ছবিঃফেসবুক সংগ্রহীত
হাই বন্ধুরা,সবাই কেমন আছেন?আমি আল্লাহর রহমতে ভালোই আছি।অনেক দিন পর একটু লেখালেখি করতে বসলাম।আজকের ট্রিকটি হচ্ছে,ফেসবুক পেজ বন্ধ/ডিলিট করার উপায়।ফেসবুক পেজ ডিলিট করতে হলে,অবশ্যই আপনাকে যেই পেজটি Delete করতে চাচ্ছেন, সেই পেজের এডমিন হতে হবে। যদি আপনি পেজটির admin হয়ে থাকেন তাহলে, 

  1. প্রথমে ফেসবুকে লগইন করে আপনার পেজে যান।
  2. আপনার page এর উপরে থাকা Settings থেকে General লেখায় ক্লিক করুন।
  3. এবার Remove Page লেখার উপর ক্লিক করুন। 
  4. পাশে Permanently Delete (পেজের নাম) একটি লিংক পাবেন। লিংকটিতে ক্লিক করুন। 
  5. সবশেষে আপনাকে একটি পপ আপ মেসেজ দিবে। এখানে Delete বাটনে ক্লিক করতে হবে।
আরো জানুনঃfacebook help
আশা করি ট্রিকটি আপনার কাছে ভালো লেগেছে।এই রকম আরো ট্রিক পেতে কিভাবে২৪ ডট কম এর সাথে থাকুন।না বুঝলে কমেন্ট করুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন।আমরা আপনার কমেন্ট দেখা মাত্রই উত্তর দেয়ার চেষ্টা করবো।সবাই ভালো থাকুন।খোদা হাফেজ।
Tags: ফেসবুক পেজ ডিলিট করার উপায়, ফেসবুক পেজ বন্ধ করার উপায়,কিভাবে ফেসবুক পেজ ডিলিট করব

Thursday, 10 January 2019

January 10, 2019

ফেসবুকে continue reading এর ভিতর কিভাবে লিঙ্ক দিবেন?

ছবি:ফেসবুক। সংগ্রহীত 
আজকের ট্রিক,যেভাবে ফেসবুকে continue reading এর ভিতর লিঙ্ক দিবেন।হ্যালো বন্ধরা,আপনারা সবাই কেমন আছেন?আমি ভালোই আছি।অনেক দিন পর একটু লেখালেখি করতে বসলাম।continue reading এর ভেতর লিংক দিতে পারবেন তবে ফেসবুক পেজের লিংক।ওয়েবসাইট বা ওয়েবপেজ এর লিংক  নয়।continue reading এর ভেতর লিংক দিতে হলে প্রথমত,আপনার পেজের আইডি কোড বের করতে হবে।এই জন্য প্রথমে আপনার ফেসবুকে লগিন করার পর পেজে যাওয়ার পর ইউআরএল(url) এর জায়গায় একটি Link পাবেন,সেখানে আপনার code দেওয়া থাকবে। যেমন আমার পেইজের লিংক হলো:https://facebook.com/banglatips-440523037312865/
এখানে আমার পেইজের কোড হলো:440523037312865।
Continue Reading এর ভেতর পেজ এর লিংক দিতে নিচের মত লিখতে হবে:
@+[পেজ কোড:] আপনার ছোট একটি লোভনীয় স্ট্যাটাস @@+[0:[পেজ কোড:1:Continue Reading]] বিঃদ্র:(+ টা উঠিয়ে দিয়ে ভুলবেন না।)
যেমনঃ
@[440523037312865:করুন] dial *500*10* to get 2 gb free gp internet @@[0:[440523037312865:1:continue reading]]

আশা করি আপনি বুঝতে পেরেছেন।ফেসবুক সমর্ন্ধে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।আমরা আপনার প্রশ্নটি পড়া মাত্রই উত্তর দিয়ে দেয়ার চেষ্টা করব।আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।
ফেসবুকে continue reading এর ভিতর কিভাবে লিঙ্ক দিবেন?

Thursday, 13 December 2018

December 13, 2018

কিভাবে জানবেন আপনার আইডিতে কয়টি সিম নিবন্ধিত হয়েছে

আজকের ট্রিক,কিভাবে জানবেন আপনার আইডিতে কয়টি সিম নিবন্ধিত হয়েছে। জাতীয় পরিচয়পত্র দিয়ে গোপনে কেউ বাড়তি সিম নিবন্ধন করে নেয়নি তো? কিভাবে জানবেন? কোন সিম অপারেটরের কতটি সিম নিবন্ধত হয়েছে,খুব সহজেই জানানোর ব্যবস্থা করেছে কয়েকটি সিম অপারেটর। এই পর্যন্ত চারটি সিম মোবাইল অপারেটর এ সুবিধা চালু করেছে।সিম অপারেটররা ১ এনআইডির অধীনে কতগুলো সিম নিবন্ধন হয়েছে, তা গ্রাহকদের মেসেজ করে জানিয়ে দিয়েছে। যারা এই মেসেজ পাননি, তাঁরা চাইলে মেসেজ কিংবা ডায়াল করে জেনে নিতে পারেন।

গ্রামীণফোনঃ

info লিখে ৪৯৪৯ নম্বরে মেসেজ করুন।

বাংলালিংকঃ

*১৬০০*২# নাম্বারে ডায়াল করুন।

রবিঃ

*১৬০০*৩# নাম্বারে ডায়াল করুন।

এয়ারটেলঃ

 *১২১*৪৪৪৪# নাম্বারে ডায়াল করুন।

সূত্রঃ টিউনারপেজ(sayeed2015) 

Sunday, 9 December 2018

December 09, 2018

ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম/উপায়

আজকের ট্রিক,ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম/উপায়।বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক।আর এই ফেসবুকে একদিন না ডুকলে ভালো লাগে না।সময় পেলেই ফেজবুকে ডু মেরে আসতে মন চায়।আপনার কোনো না কোনো কারনে আইডি ডিএক্টিভ করার প্রয়োজন পরে।তো চলুন জেনে আসা যাক

ফেসবুক আইডি ডিএক্টিভ করার উপায়/নিয়ম



  1. ফেজবুক একাউন্ট ডিএক্টিভ করতে প্রথমে যেকোনো ব্রাউজার দিয়েলগ-ইন করুন।
  2. তারপর "Settings & Privacy" তে যান।
  3. পরের পেজে Personal information লেখায় ক্লিক করুন
  4. তারপর Manage Account লেখায় ক্লিক করুন
  5. এবার "Deactive" বাটনে ক্লিক করুন।
  6. পরের পেজে আপনার Facebook ডিএক্টিভ করার কারন কি তাতে টিক দিন।

  1. সবশেষে Deactivate লেখায় ক্লিক করলেই কাজ শেষ

কিভাবে আইডি আবার আক্টিভ করতে হয়

ফেসবুকে গিয়ে নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগিন করলেই আবার এক্টিভ হয়ে যাবে।
ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম
ফেসবুক আইডি ডিএক্টিভ করার উপায়

আপনার বন্ধুদের কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করা যায়, পোষ্ট টি জানিয়ে দিতে শেয়ার করুন।



Friday, 1 June 2018

June 01, 2018

৬০ দিনের আগেই ফেসবুকের নাম চেঞ্জ করার উপায়/নিয়ম

যেভাবে ৬০ দিন পর নয় ১ দিনেই ফেসবুকের নাম পরিবর্তন করবেন।
আজকের টিউটোরিয়াল,৬০ দিন নয় মাএ ৩ দিনে ফেসবুকের নাম পরিবর্তন করুন।ফেসবুক সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট।জনপ্রিয় সোশ্যাল ওয়েবসাইট ফেসবুক একাউন্টের নাম ১ বার পরিবর্তন করার পর আবার নাম পরিবর্তন করার জন্য ৬০ দিন পর নাম চেঞ্জ করা লাগে।৬০ দিন আগেই ফেসবুকের নাম পরিবর্তন করতে হলে আপনাকে কয়েকটি স্টেপ অনুসরন করতে হবে।

      ৬০ দিনের আগে আপনার ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করবেন যেভাবে।
      ৬০ দিন নয় মাএ ৩ দিনে ফেসবুকের নাম চেন্জ করুন।

      1. ৬০ দিনের আগে আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে প্রথমে ফেসবুকে লগিন করে Settings & Privacy>General>Name এ যান। Learn more লেখায় ক্লিক করুন।
        ৬০ দিন নয় মাএ ৩ দিনে ফেসবুকের নাম চেন্জ করুন।
      2. Please let us know লেখায় ক্লিক করুন।
        ৬০ দিন নয় মাএ ৩ দিনে ফেসবুকের নাম চেন্জ করুন।
      3. তিনটি ঘর দেখতে পাবেন। প্রথম ঘরে আপনার প্রথম নাম দিন। যেমন: মোঃ।২য় ঘরে আপনার নাম দিন।যেমনঃ জামাল।৩য় ঘরে আপনার পদবি দিন।যেমনঃমিয়া। 
        ৬০ দিন নয় মাএ ৩ দিনে ফেসবুকের নাম চেন্জ করুন।
      4. Reason for this change এর জায়গায় Legal name change দিয়ে দিন।Choose files এ আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ছবি তুলে দিয়ে দিন। সবশেষে Send এ প্রেস করুন।
      কিছুক্ষন অপেক্ষা করুন আশা করি আপনার ফেসবুকের নাম পরিবর্তন হয়ে যাবে। 
      আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন। না বুঝলে কমেন্ট করুন।
      Tags:60,৬০,চেঞ্জ,পরিবর্তন,উপায়,নিয়ম,কিভাবে,ফেসবুক,facebook

      Thursday, 31 May 2018

      May 31, 2018

      কিভাবে আপনার ফেসবুক একাউন্ট হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন

      ফেসবুক আইডি হ্যাকিং থেকে বাঁচার উপায় |
      জনপ্রিয় ফেসবুকে প্রতিনিয়ত আইডি হ্যাক হচ্ছে।ফেসবুক হ্যাক এর মাধ্যমে অনেক ব্লাক-মেইল এর শিকার হচ্ছে।আইডি হ্যাক প্রতিরোধ করতে ফেসবুক নতুন নতুন আপডেট আনছে।তবুও ফেসবুক একাউন্ট হ্যাক হচ্ছেই।ফেসবুক বলেছে সরাসরি যদি কেউ একাউন্ট হ্যাক করতে পারে তাকে পুরস্কৃত করা হবে।হ্যাকাররা ফেসবুক আইডি সরাসরি হ্যাক করে না বরং হ্যাকারা ফুটো খুজে, ফুটো খুজে পেলেই আইডি হ্যাক করে ফেলে।তবে আপনি যদি সতর্কতায় থেকে একাউন্ট ব্যবহার করেন তাহলে আপনার আইডি নিরাপত্তায় থাকবে।কিছু কিছু কারন আছে যার ফলে আপনার আইডি হ্যাক হয়।কারনগুলো নিয়ে নিচে আলোচনা করা হলো।

      দুর্বল পাসওয়ার্ডঃ

      অনেকে ফেসবুকে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করে।দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করবেন না।কেউ কেউ আবার নিজের নাম্বার ব্যবহার করে।এসব ভুলেও করবেন না।শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন।শক্তিশালী পাসওয়ার্ড বলতে 75439338 এরকম পাসওয়ার্ড না। পাসওয়ার্ড এ বিভিন্ন শব্দ দিবেন।যেমনঃ78 90@21$21 3 এই রকম পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।পাসওয়ার্ড এর মাঝে ফাকা রাখাসহ বিভিন্ন শব্দ ব্যবহার করুন।

      ফেসবুক সিকিউরিটিঃ

      প্রায় ফেসবুক ব্যবহারকারীর সিকিউরিটি দুর্বল থাকে।ফেসবুক সিকিউরিটিকে শক্তিশালী করুন।ফেসবুক সিকিউরিটি মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন,লগইন এলার্ট অন করে রাখুন।

      ফেসবুক তথ্যঃ

      ফেসবুক তথ্য কারো কাছে শেয়ার করবেন না।বিশেষ করে ফেসবুক পাসওয়ার্ড অথবা নাম্বার,ইমেইল।এছাড়া ফেসবুকে ইমেইল অথবা নাম্বার হাইড করে রাখুন।

      লিংকঃ

      কেউ যদি আপনাকে কোনো লিংক দেয়,লিংকে ডুকে লগইন করতে বলে এবং লিংকে ডুকে দেখলেন হুবহু ফেসবুক তাহলে তার কাছ থেকে দূরে থাকুন।হ্যাকাররা এই ফিশিং পদ্ধতি দিয়ে অনেক আইডি হাতিয়ে নিচ্ছে।হ্যাকার একটি ওয়েবসাইট তৈরি করে এবং সাইটি তৈরি করে ফেসবুক ডিজাইন।আপনি ডুকে নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করলেই হ্যাকার এর কাছে নাম্বার আর পাসওয়ার্ড এর একটি মেসেজ চলে যায়।তাই লিংক এর বিষয়ে সাবধান থাকবেন।

      লগইনঃ

      বিভিন্ন সাইট অথবা অ্যাপ এ ফেসবুক দিয়ে লগইন করবেন না।লগিন করার আগে সাইট/অ্যাপ সমন্ধে ভালো করে জেনে নিন।কিছু সাইটে অথবা অ্যাপ এ লগইন করানোর মাধ্যমে আপনার তথ্য হাতিয়ে নেয়।তাই লগিন বিষয়ে সতর্ক থাকুন।
      আপনার বন্ধুদের ফেসবুক হ্যাকিং হতে রক্ষা করতে পোষ্ট টি শেয়ার করুন।

      Tuesday, 29 May 2018

      May 29, 2018

      কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবো

      ফেসবুক একাউন্ট চিরদিনের জন্য বন্ধ/ডিলিট করে দিবেন যেভাবে।
      বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক।আর এই ফেসবুকে একদিন না ডুকলে ভালো লাগে না।সময় পেলেই ফেসবুকে ডু মেরে আসতে মন চায়।আর এই ফেসবুক জুরে অনেক কিছু।যা বলা কঠিন।আপনার কোনো না কোনো কারনে ফেসবুক আইডি ডিলিট করার প্রয়োজন পরে।তো চলুন জেনে আসা যাক কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট/বন্ধ করবেন।ফেসবুক আইডি আজীবনের জন্য ডিলিট করে দিতে এই লিংককে যানhttps://mobile.facebook.com/account/delete?_rdr।এবার একটা ফাকা ঘর পাবেন ঐ ফাকা ঘরে আপনার আইডির পাসওয়ার্ড দিয়ে "Submit" এ ক্লিক করুন।
      ফেসবুক একাউন্ট চিরদিনের জন্য বন্ধ/ডিলিট করে দিবেন যেভাবে।১
      ১৪ দিনের ভেতর আপনার একাউন্ট ফেসবুক কৃতপক্ষ ডিলেট/বন্ধ করে দিবে।আপনার বন্ধুদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।
      May 29, 2018

      যেভাবে ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন

      ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন করবেন যেভাবে।
      ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন হলো ফেসবুক ব্যবহারকারীর জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা। যা আপনার ফেসবুক একাউন্টকে নিরাপত্তা প্রদান করে।টু স্টেপ ভেরিফিকেশন হলো ফেসবুকের একটি উন্নতর ব্যবস্থা।যা আপনার ফেসবুক পাসওয়ার্ড সহ আপনার একাউন্টকে রক্ষা করতে সহয়তা করে। আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু করেন তাহলে আপনাকে বিবেচনা করার জন্য আপনার সিমে একটি মেসেজ আসবে,মেসেজে একটি কোড থাকবে যা দিয়ে আপনাকে আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করতে হবে।এটি একটি সহজ প্রক্রিয়া।টু স্টেপ ভেরিফিকেশন করতে আপনার ফেসবুক একাউন্টে লগিন থাকা লাগবে।

      যেভাবে ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন।

      1. ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন অন করতে প্রথমে ফেসবুক লাইট থেকে একাউন্টে প্রবেশ করে "Settings" এ যান।
        ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন করবেন যেভাবে।১
      2. "Account settings" এ ক্লিক করুন।
        ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন যেভাবে।9
      3. তারপর "Security and Login"এ ক্লিক করুন।
        ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন করবেন যেভাবে।২

      4. "two-factor authentication"এ ক্লিক করুন।
        ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন করবেন যেভাবে।৩
      5. "Set Up"লেখায় প্রেস করুন।
        ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন করবেন যেভাবে।৪
      6. "Start Setup" লেখায় ক্লিক করুন।
        ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন করবেন যেভাবে।৫
      7. আপনার ফোন নাম্বার দিয়ে"Continue"লেখায় ক্লিক করুন।(যেই নাম্বারটি আপনার ফোনে সব সময় থাকে,সেই নাম্বারটি দিন।যেই নাম্বারটি দিবেন সেই নাম্বারে মেসেজ যাবে)
        ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন করবেন যেভাবে।৬
      8. আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি কোড দেয়া হবে।ফাকা ঘরে কোডটি দিয়ে"Confirm" এ ক্লিক করলেই আপনার ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে।
        ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন করবেন যেভাবে।


      আপনার বন্ধুদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।

        Friday, 18 May 2018

        May 18, 2018

        আইডির নাম চেঞ্জ করতে চান?ফেসবুক নাম পরিবর্তন করার নিয়ম/উপায়

        ফেসবুক নাম
        ছবিঃ ফেসবুক 
        আজকের টিউটোরিয়াল,কিভাবে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করবেন।ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট।জনপ্রিয় সোশ্যাল ওয়েবসাইট ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করবেন যেভাবে।ফেসবুকের নাম পরিবর্তন করতে হলে আপনাকে কয়েকটি স্টেপ অনুসরণ করতে হবে।

        যেভাবে ফেসবুক একাউন্টের নাম চেঞ্জ করবেন।

        1. ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে প্রথমে ফেসবুকে লগিন করে Settings & Privacy>General>Name এ যান।
        2. তিনটি ঘর দেখতে পাবেন। প্রথম ঘরে আপনার প্রথম নাম দিন। যেমন: মোঃ।২য় ঘরে আপনার নাম দিন।যেমনঃ কামাল।৩য় ঘরে আপনার পদবি দিন।যেমনঃশেখ। সবশেষে Review Change লেখায় প্রেস করুন।
        আশা করি আপনার আইডির নাম পরিবর্তন হয়ে যাবে।

            ৬০ দিনের আগে আপনার ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করবেন যেভাবে।

            1. ৬০ দিনের আগে আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে প্রথমে ফেসবুকে লগিন করে Settings & Privacy>General>Name এ যান। Learn more লেখায় ক্লিক করুন।
            2. Please let us know লেখায় ক্লিক করুন।
            3. তিনটি ঘর দেখতে পাবেন। প্রথম ঘরে আপনার প্রথম নাম দিন। যেমন: মোঃ।২য় ঘরে আপনার নাম দিন।যেমনঃ জামাল।৩য় ঘরে আপনার পদবি দিন।যেমনঃমিয়া। 
            4. Reason for this change এর জায়গায় Legal name change দিয়ে দিন।Choose files এ আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ছবি তুলে দিয়ে দিন। সবশেষে Send এ প্রেস করুন।
            কিছুক্ষন অপেক্ষা করুন আশা করি আপনার ফেসবুকের নাম পরিবর্তন হয়ে যাবে। 
            আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন। না বুঝলে কমেন্ট করুন।
             Tags:চেঞ্জ,পরিবর্তন,উপায়,নিয়ম,কিভাবে,ফেসবুক,facebookবদলানো,নেম,ফেইচবুক,ফেজবুক
            May 18, 2018

            ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন ও ভুলে গেলে যা করবেন।

            ফেসবুকের পাসওয়ার্ড
            ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন ও ভুলে গেলে যা করবেন।পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক।বিশ্বে বর্তমানে ফেসবুক ব্যবহার করছেন ৩০০ মিলিয়ন কার্যকরী সদস্য।আর এই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাবেন এটাই স্বাভাবিক। আপনার সাজানো-গোছানো ফেসবুক একাউন্ট, পাসওয়ার্ড ভুলে গেছেন। তাই বলে কি আপনার সাজানো-গোছানো আইডি বাদ দিয়ে নতুন আইডি খুলবেন?না নতুন একাউন্টের কোনো প্রয়োজন নেই।আগের একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।কিন্তু কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবো। পাসওয়ার্ড পরিবর্তন করা যায় কয়েকটি পদ্ধতিতে।

            ফেসবুকে লগিন থাকা অবস্থান ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে।

            ফেসবুকে লগিন করা অবস্থায় ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে এই পদ্ধতি আপনার জন্য। উদারহন: আপনার বন্ধু আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড জেনে গেছে। এখন আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন। তবে আপনার বর্তমান ফেসবুকের পাসওয়ার্ড মনে আছে। 
            1. ফেসবুকে লগিন থাকা অবস্থান ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে প্রথমে এই লিংকে যান।
            2. তিনটি ফাকা ঘর পাবেন। তিনটি ঘর সঠিক ভাবে পূরন করতে হবে আপনাকে। প্রথম ঘরে আপনার ফেসবুক একাউন্টের বর্তমান পাসওয়ার্ড টি দিতে হবে। দ্বিতীয় ঘরে আপনার নতুন পাসওয়ার্ড টি দিন। ৩য় ঘরে নতুন পাসওয়ার্ড টি দিয়ে দিন। ২য় ও ৩য় ঘরে একই পাসওয়ার্ড দিতে হবে। অবশেষে Save changes লেখায় প্রেস করুন। সঠিকভাবে পূরন করতে পারলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।

            ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন ও ভুলে গেলে যা করবেন।

            ধরুন: কোনো কারনে আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন। এখন আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড টি পরিবর্তন করতে চাচ্ছেন। 
            1. ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে প্রথমে এই লিংকে যান। 
              ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন ও ভুলে গেলে যা করবেন।
            2. একটি ফাকা ঘর দেখতে পারবেন, ফাকা ঘরে আপনার ফেসবুকে যে নাম্বার অথবা ইমেইল দিয়েছিলেন সেই নাম্বার অথবা ইমেইল দিয়ে সার্চ করুন।
              ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন ও ভুলে গেলে যা করবেন।
            3. সার্চ করলে আপনার আইডি পেয়ে যাবেন। তারপর Continue লেখায় ক্লিক করুন।
              ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন ও ভুলে গেলে যা করবেন।
            4. এবার নাম্বারে অথবা ইমেইল এ একটি মেসেজ যাবে। মেসেজ এ একটি কোড দেয়া হবে। কোডটি ফাকা ঘরে দিয়ে Continue তে প্রেস করুন।
              ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন ও ভুলে গেলে যা করবেন।
            5. এবার আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড টি অবশ্যই ৬ সংখ্যার হতে হবে। সহজ পাসওয়ার্ড দেয়া যাবে না তাই একটি কঠিন পাসওয়ার্ড দিন। অবশেষে Continue তে ক্লিক করলেই আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।
            আপনার বন্ধুদের জানিয়ে দিতে পোষ্টটি শেয়ার করুন।

            Thursday, 17 May 2018

            May 17, 2018

            কিভাবে ফেসবুক ডিজেবল আইডি ফিরে পাওয়া যায়

            ফেসবুক আইডি বন্ধ করে দেয় সাধারণত ফেসবুক নিয়ম-নীতির বিরুদ্ধ গেলে। ফেসবুকের কিছু নিয়ম-নীতি আছে যা ভঙ্গ করলে ফেসবুক আইডি ডিজেবল করে দেয়। ধরুন বেশি বেশি গ্রুপে ওয়েবসাইটের লিংক শেয়ার করা, ফেক আইডি খুলে ব্যবহারকাকারীদের ধোকা দেয়া,পর্ন ছবি আপলোড করা ইত্যাদির ফলেই আপনার সাধের ফেসবুক আইডি ডিজেবল করে দেয়। তাই আর এগুলো শেয়ার করবেন না। ফেসবুকে কি ডিজেবল আইডি ফিরে পাওয়া যায়? হ্যা অবশ্যই যায়। তাহলে কীভাবে ফেসবুক ডিজেবল আইডি ফিরে পাব? ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য কিছু স্টেপ ফ্লো করতে হবে আপনাকে।

            যেভাবে ফেসবুক ডিজেবল আইডি ফিরে পাবেন।

            1. ফেসবুক ডিজেবল আইডি ফিরে পেতে প্রথমে এই লিংকে যান।  
            2. তারপর ফাকা ঘরগুলি সঠিকভাবে পূরন করুন।
            3. Send বাটনে ক্লিক করুন।
            কয়েকঘন্টা অপেক্ষা করুন আশা করি আপনার আইডি ফিরে পাবেন।
            বি:দ্র: আপনার আইডি নাও ফিরে পেতে পারেন। কারন ফেসবুক আপনার আইডিকে সম্পর্ন ভালো মনে করলে আইডি ফিরে পারেন। এটা সুধু ব্যবহারকারীদের জন্য একটি সুযোগ করে দিয়েছে ফেসবুক।
            May 17, 2018

            ফেসবুক ইউজার নেম কি?কিভাবে ফেসবুক ইউজার নেম পরিবর্তন করা যায়

            ফেজবুক ইউজার নেম সেট করবেন যেভাবে।
            যেভাবে ফেসবুক ইউজার নেম সেট করবেন।বর্তমানে সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক।প্রিয়জনদের সাথে আড্ডা দিতে ফেসবুকের বিকল্প কিছু নেই বললেই চলে। কারন বাংলাদেশে সবচেয়ে ফেসবুক বেশি ব্যবহার করা হয়।
            ধরুন পুরোনো বন্ধুর সাথে আপনার আলাপ-আলোচনা হলো।পরে আপনি তাকে বললেন: তুমি কি ফেসবুক চালাও? সে বলল: চালাই। আপনি বললেন: ফেসবুকে নাম দিয়েছ কি? আপনার বন্ধু বলল : ফেসবুকে নাম দিয়েছি কামাল হাচান।বাসায় এসে ফেসবুকে কামাল হাচান লিখে সার্চ করে দেখেন হাজার হাজার কামাল হাচান আসছে।এখন আপনার বন্ধু কোনটা খুজে পাওয়া খুবই কষ্টকর।
            এরকম সমস্যা যাতে না পড়তে না হয়,সেই জন্য ফেসবুকে এই ইউজার নেম সিষ্টেম।একটি ফেসবুক ইউজার নেম কেবল একজনই ব্যবহার করতে পারবে। ফেসবুকে ইউজার নেমটি লিখে সার্চ অথবা ব্রাউজারে লিখে এন্টার করলে যার ইউজার নেম তার প্রোফাইলটি সো করবে।

            যেভাবে ফেসবুক username সেট করবেন।

            1. ফেসবুক ইউজার নেম সেট করতে প্রথমে এই লিংকে যান।
            2. আপনি এমন একটি ইউজার নেম দিন যা অন্য কোনো ব্যবহারকারী ইউজার নেমটি সেট করেনি।
              ফেজবুক ইউজার নেম সেট করবেন যেভাবে।

            3. Save changes লেখায় ক্লিক করুন।
            এবার আপনার facebook.com/আপনার ইউজার নেম/, আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন।
              May 17, 2018

              ফেসবুক প্রোফাইল গার্ড কি?কিভাবে ফেসবুকে প্রোফাইল গার্ড সেট করতে হয়

              ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল পিকচার এর নিরাপত্তার জন্য ফেসবুক নতুন একটি ফিচার তৈরি করেছে।তাহলে ফিচারটি কি? ফিচার টি হলো প্রোফাইল গার্ড।প্রোফাইল গার্ড দারুন একটি ফিচার।প্রায়ই দেখা যায় একজনের প্রোফাইল পিকচার চুরি করে, অন্য ব্যবহারকারী ফেক আইডি তৈরি করছে। এসব কথা চিন্তা করে ফেসবুকের এই নতুন উদ্যোগ। আবার অনেকেই দেখা যায় তার প্রোফাইল সাজাতেও প্রোফাইল গার্ড ব্যবহার করে থাকে। তবে একটি ঝামেলা আছে,সবার প্রোফাইলে,প্রোফাইল গার্ড সো করে না।প্রায়ই ব্যবহারকারীর আইডিতে সো করে। যাদের ফেসবুক প্রোফাইল গার্ড সো করে না তারা তো বসে থাকতে পারে না।তাই আজ যে টিউটোরিয়ালটি দেখাবো এটি সবার প্রোফাইলে,প্রোফাইল গার্ড ব্যবহার করতে পারবেন।

              ফেসবুকে প্রোফাইল গার্ড সেট করতে যা যা লাগবে।

              • ফেসবুকে প্রোফাইল গার্ড সেট করতে একটি এন্ড্রয়েড ফোন (মোবাইল ফোন হলেও হতে পারে)
              • Opera Mini (অপেরা মিনি ব্রাউজারটি গুগল প্লে ষ্টোর থেকে ইন্সটল করে নিন।

              ফেসবুক প্রোফাইল গার্ড সেট করবেন যেভাবে।

              1. ফেসবুক প্রোফাইল গার্ড সেট করতে প্রথমে অপেরা মিনিতে প্রবেশ করে এড্রেস বারে লিখুন "facebook.com" আপনার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
              2. প্রোফাইলের About এ গিয়ে জেন্ডার পরিবর্তন করুন।
              3. এবার প্রোফাইল পিক এর উপর চাপ দিন।
              4. প্রোফাইল গার্ড অন লেখায় ক্লিক করুন।
              5. অবশেষে আপনার সঠিক জেন্ডার টি সিলেক্ট করুন।
              আপনার বন্ধুুুদের জানিয়ে দিতে পোষ্টি শেয়ার করুন।

              Tuesday, 27 March 2018

              March 27, 2018

              ফেসবুক অটো লাইক কি?কি ভাবে ফেসবুকে অটো লাইক পাওয়া যায়

              ফেসবুক অটো লাইক
              ছবিঃফেসবুক অটো লাইক 

              নিয়ে নিন হাজার হাজার likes আপনার ফেসবুক photo তে।

              ফেসবুকে আমাদের অনেকে প্রশ্ন করেছে যে "কীভাবে অটো লাইক নিবো,কিভাবে অটো কমেন্ট নিবো, কিভাবে ফেসবুকে হাজার হাজার অটো লাইক নিবো "আজকের পোস্টটি মূলত তাদের জন্যই।

              ফেসবুক অটো লাইক কি?

              ফেসবুক অটো লাইক হলো ফেসবুকের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অটোমেটিক লাইক সুবিধা পাওয়া।উদারহনসরুপ: আপনি ফেসবুকে লাইক পাওয়ার জন্য অন্যের ফটোতে লাইক এর পর লাইক দিয়েই যাচ্ছেন। যদি এমন হয়, কারো ফটোতে লাইক,কমেন্ট না করেই হাজার হাজার অটোমেটিক লাইক নিতে পারেন। বিষয়টি খুবই উত্তেজনামূলক তাই না। 

              ফেসবুক অটো লাইক এর সুবিধা:

              • অল্প সময়ের ভেতর অনেক লাইক নেয়া যায়।
              • কয়েক দিনের ভেতর ফেসবুক ফেমাস হওয়া যায়।

              ফেসবুক অটো লাইক এর অসুবিধা:


              • অটোমেটিক আপনার লাইক অন্যের ফটো তে চলে যাওয়ার সম্ভবনা আছে।
              • বেশি বেশি নিলে ফেসবুকে আপনাকে ফটো লক দিতে পারে অথবা আইডি বাতিল করে দিতে পারে।

              কিভাবে ফেসবুক অটো লাইক নিবেন।


              গুগলে সার্চ করলে শত শত সাইট পেয়ে যাবেন। তবে autoreactions ও Machine liker বহুল ব্যবহ্রত। autoreactions সাইটি এক সাথে অনেক সুবিধা প্রদান করে। যেমন ঃ Auto liker,auto comment,Auto Reaction,Auto page liker.অটো লাইক সাইট গুলার ফাংশন প্রায় একই। তাই যদি আপনি অটো লাইক নিতে পারেন তাহলে অটো কমেন্ট ও নিতে পারবেন।যারা অটো কমেন্ট নিতে চান তারা autoreactions ব্যবহার করুন কারন Machine liker সাইটিতে অটো কমেন্ট সুবিধা পাবেন না। দুইটা সাইটে ফাংশন প্রায়ই এক।যারা এন্ড্রয়েড ব্যবহরকারী তারা Reaction liker অ্যাপটি প্লে স্টোর থেকে ডাওনলোড করে নিবেন। কারন এ অ্যাপটির মাধ্যমে আপনি ভালো সুবিধা পাবেন।
              আটো লাইক নিতে হলে আপনার ফেসবুক বয়স ১৮+ বছর হতে হবে। তাই about গিয়ে ১৮ বছর করে নিন। এছাড়া পোষ্ট অপশন পাবলিক হতে হবে। পাবলিক দেয়া না থাকলে পাবলিক করে নিন। পাবলিক করতে প্রথমে ফেসবুকে লগিন করুন
              >Settings>Account Settings>Public Post থেকে সবগুলো পাবলিক করে দিন।


              1. প্রথমে আপনি Machineliker এ যান।নিচের  "Click Here" লেখায় ক্লিক করুন।
              2. ১ম বক্সে আপনার ফেসবুকের ইমেইল বা নাম্বার দিন এবং ২য় বক্সে Password  দিয়ে "Generate session token"লেখায় ক্লিক করুন।
              3. নিচে আপনাকে টোকেন ( কিছু কোড বা কিছু লেখা) আছে। ওগুলা কপি করুন।
              4. তার নিচের বক্সে টোকেনটি পেস্ট করে "Login to Machine Liker" লেখায় ক্লিক করুন। 
              5. এবার আপনাকে একটি ক্যাপচা(আপনি রোবট নাকি মানুষ যাচাই করা) পূরন করুন।
              6. আপনি কত লাইক নিতে চান তা সিলেক্ট করে "Submit "ক্লিক করুন।
              ব্যাস হয়ে গেলো! এবার আপনার ফেসবুকের প্রোফাইলে যান।দেখুন লাইক কাউন্ট হয়েছে। নিচের ভিডিটি দেখতে পারেন তাহলে খুব সহজের বুঝতে পারবেন।
              যদি পোস্টটি আপনার   কাজে লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন।
              Tags:১ ক্লিকে ৫০০,সিস্টেম,facebook,auto like