Best aia Files Also Know As Project Files For Android Apps For Online Platforms And New Healt and Technology Updates For You !

Search This Blog

Tuesday, 27 March 2018

ফেসবুক অটো লাইক কি?কি ভাবে ফেসবুকে অটো লাইক পাওয়া যায়

ফেসবুক অটো লাইক
ছবিঃফেসবুক অটো লাইক 

নিয়ে নিন হাজার হাজার likes আপনার ফেসবুক photo তে।

ফেসবুকে আমাদের অনেকে প্রশ্ন করেছে যে "কীভাবে অটো লাইক নিবো,কিভাবে অটো কমেন্ট নিবো, কিভাবে ফেসবুকে হাজার হাজার অটো লাইক নিবো "আজকের পোস্টটি মূলত তাদের জন্যই।

ফেসবুক অটো লাইক কি?

ফেসবুক অটো লাইক হলো ফেসবুকের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অটোমেটিক লাইক সুবিধা পাওয়া।উদারহনসরুপ: আপনি ফেসবুকে লাইক পাওয়ার জন্য অন্যের ফটোতে লাইক এর পর লাইক দিয়েই যাচ্ছেন। যদি এমন হয়, কারো ফটোতে লাইক,কমেন্ট না করেই হাজার হাজার অটোমেটিক লাইক নিতে পারেন। বিষয়টি খুবই উত্তেজনামূলক তাই না। 

ফেসবুক অটো লাইক এর সুবিধা:

  • অল্প সময়ের ভেতর অনেক লাইক নেয়া যায়।
  • কয়েক দিনের ভেতর ফেসবুক ফেমাস হওয়া যায়।

ফেসবুক অটো লাইক এর অসুবিধা:


  • অটোমেটিক আপনার লাইক অন্যের ফটো তে চলে যাওয়ার সম্ভবনা আছে।
  • বেশি বেশি নিলে ফেসবুকে আপনাকে ফটো লক দিতে পারে অথবা আইডি বাতিল করে দিতে পারে।

কিভাবে ফেসবুক অটো লাইক নিবেন।


গুগলে সার্চ করলে শত শত সাইট পেয়ে যাবেন। তবে autoreactions ও Machine liker বহুল ব্যবহ্রত। autoreactions সাইটি এক সাথে অনেক সুবিধা প্রদান করে। যেমন ঃ Auto liker,auto comment,Auto Reaction,Auto page liker.অটো লাইক সাইট গুলার ফাংশন প্রায় একই। তাই যদি আপনি অটো লাইক নিতে পারেন তাহলে অটো কমেন্ট ও নিতে পারবেন।যারা অটো কমেন্ট নিতে চান তারা autoreactions ব্যবহার করুন কারন Machine liker সাইটিতে অটো কমেন্ট সুবিধা পাবেন না। দুইটা সাইটে ফাংশন প্রায়ই এক।যারা এন্ড্রয়েড ব্যবহরকারী তারা Reaction liker অ্যাপটি প্লে স্টোর থেকে ডাওনলোড করে নিবেন। কারন এ অ্যাপটির মাধ্যমে আপনি ভালো সুবিধা পাবেন।
আটো লাইক নিতে হলে আপনার ফেসবুক বয়স ১৮+ বছর হতে হবে। তাই about গিয়ে ১৮ বছর করে নিন। এছাড়া পোষ্ট অপশন পাবলিক হতে হবে। পাবলিক দেয়া না থাকলে পাবলিক করে নিন। পাবলিক করতে প্রথমে ফেসবুকে লগিন করুন
>Settings>Account Settings>Public Post থেকে সবগুলো পাবলিক করে দিন।


  1. প্রথমে আপনি Machineliker এ যান।নিচের  "Click Here" লেখায় ক্লিক করুন।
  2. ১ম বক্সে আপনার ফেসবুকের ইমেইল বা নাম্বার দিন এবং ২য় বক্সে Password  দিয়ে "Generate session token"লেখায় ক্লিক করুন।
  3. নিচে আপনাকে টোকেন ( কিছু কোড বা কিছু লেখা) আছে। ওগুলা কপি করুন।
  4. তার নিচের বক্সে টোকেনটি পেস্ট করে "Login to Machine Liker" লেখায় ক্লিক করুন। 
  5. এবার আপনাকে একটি ক্যাপচা(আপনি রোবট নাকি মানুষ যাচাই করা) পূরন করুন।
  6. আপনি কত লাইক নিতে চান তা সিলেক্ট করে "Submit "ক্লিক করুন।
ব্যাস হয়ে গেলো! এবার আপনার ফেসবুকের প্রোফাইলে যান।দেখুন লাইক কাউন্ট হয়েছে। নিচের ভিডিটি দেখতে পারেন তাহলে খুব সহজের বুঝতে পারবেন।
যদি পোস্টটি আপনার   কাজে লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন।
Tags:১ ক্লিকে ৫০০,সিস্টেম,facebook,auto like

No comments:

Post a Comment