Best aia Files Also Know As Project Files For Android Apps For Online Platforms And New Healt and Technology Updates For You !

Search This Blog

Monday, 26 March 2018

অ্যাপ ক্লোন কি?কিভাবে অ্যাপ ক্লোন করা যায়

অ্যাপ ক্লোন কি?

অ্যাপ ক্লোন হলো একই অ্যাপকে একের ওদিক করে ব্যবহার করা।

কেন অ্যাপ ক্লোন করবেন?

আমাদের মাঝে অনেকেই আছেন যারা ভাবেন, একটি অ্যাপকে দুটি করে এন্ডয়েড ডিভাইজে ব্যবহার করা যেত তাহলে কতই না সুবিধা পেতাম। উদারহন: ধরুন আপনি Clash of clans গেমটি খেলতে ভালোবাসেন এবং আপনি একের অধিক খেলার জন্য বার বা Clear Data দিয়ে লগিন করে খেলেন। এটি খুবই বিরক্তকর। তাই এ সমস্যার থেকে বাচতে আজকের টিউটোরিয়াল।

কিভাবে অ্যাপ ক্লোন করা যায়?

একটি অ্যাপকে একাধিক অ্যাপে রূপান্তর করবেন যেভাবে।App Cloune করতে আপনাকে একটি App এর ব্যবহার করতে হবে। প্লে স্টোর এ গিলে শত শত অ্যাপস পাবেন। তবে Parallel Space ও Super Clone খুবই জনপ্রিয় ও ব্যবহ্রত।
1.প্রথমে উপরের Super clone লেখার উপর ক্লিক করে অ্যাপটি ডাওনলোড করুন।
2.অ্যাপটি ওপেন করে + বাটনে চাপ দিন।
3.আপনি যে অ্যাপটি ক্লোন করবেন, সেটি নির্বাচন করুন।
4."start" এ চাপ দিন।যদি অ্যাপটির নোটিফিকেশন অন করতে চান তাহলে অন করতে পারেন। এছাড়া অ্যাপটি মোবাইলের প্রথম পেজে আনতে চাইলে "Shortcut" অন করতে পারেন।
5.এবার নতুন একটি অ্যাপ হয়ে যাবে। এইভাবে আপনি অনেক অ্যাপ ক্লোন করতে পারবেন।
    উপরের ফটোতে দেখুন ফেজবুক লাইটকে তিনবার করে ইন্সটল দেয়া হয়েছে। এভাবে আপনি যে কোন অ্যাপকে ক্লোন করে ব্যবহার করতে পারেন।
    ভিডিওঃ
    পোস্টটি পড়ে উপকৃত হলে শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন

    No comments:

    Post a Comment