ছবিঃ বাংলালিংক ১৪ টাকায় ২৫ মিনিট।সংগ্রহীত |
আজকের ট্রিক,কিভাবে বাংলালিংক মিনিট কেনা যায়।হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আমি আপনাদের দোয়ায় ভালোই আছি।আজ আমি বাংলালিংক সিমের নতুন একটি মিনিট কেনার USSD কোড শেয়ার করার পাশাপাশি প্যাকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব।প্যাকটি হচ্ছে,১৪ টাকায় ২৫ মিনিট।
প্যাকটি নিতে হলে আপনার বাংলালিংক সিম ব্যালেন্স সর্বনিম্ন ১৪/১৫ টাকার মত রেখে *1100*3# ডায়েল করতে হবে অথবা ১৪ টাকা রিচার্জ করলেই প্যাকটি পেয়ে যাবেন। শুধুমাত্র প্রিপেইড ও সিএনসি গ্রাহকদের জন্য প্রযোজ্য।মেয়াদ মাত্র ২৪ ঘন্টা।মিনিট ব্যালেন্স চেক করতে *121*35# কোডটি ডায়েল করুন।প্যাকটি যত খুসি তত নেয়া যাবে।
আশা করি টিউনটি আপনার কাছে ভালো লেগেছে।এই রকম আরো অফার জানতে কিভাবে২৪ ডট কম এর সাথেই থাকুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
Tags:বাংলালিংক মিনিট 2019,২০১৯,কিভাবে মিনিট কিনে,মিনিট অফার ২০১৯,বাংলালিংক টু বাংলালিংক মিনিট,মিনিট দেখার নিয়ম,মিনিট চেক
Tags:বাংলালিংক মিনিট 2019,২০১৯,কিভাবে মিনিট কিনে,মিনিট অফার ২০১৯,বাংলালিংক টু বাংলালিংক মিনিট,মিনিট দেখার নিয়ম,মিনিট চেক
No comments:
Post a Comment