Best aia Files Also Know As Project Files For Android Apps For Online Platforms And New Healt and Technology Updates For You !

Search This Blog

Showing posts with label প্রশ্ন-উত্তর. Show all posts
Showing posts with label প্রশ্ন-উত্তর. Show all posts

Thursday, 10 January 2019

January 10, 2019

ফেসবুকে continue reading এর ভিতর কিভাবে লিঙ্ক দিবেন?

ছবি:ফেসবুক। সংগ্রহীত 
আজকের ট্রিক,যেভাবে ফেসবুকে continue reading এর ভিতর লিঙ্ক দিবেন।হ্যালো বন্ধরা,আপনারা সবাই কেমন আছেন?আমি ভালোই আছি।অনেক দিন পর একটু লেখালেখি করতে বসলাম।continue reading এর ভেতর লিংক দিতে পারবেন তবে ফেসবুক পেজের লিংক।ওয়েবসাইট বা ওয়েবপেজ এর লিংক  নয়।continue reading এর ভেতর লিংক দিতে হলে প্রথমত,আপনার পেজের আইডি কোড বের করতে হবে।এই জন্য প্রথমে আপনার ফেসবুকে লগিন করার পর পেজে যাওয়ার পর ইউআরএল(url) এর জায়গায় একটি Link পাবেন,সেখানে আপনার code দেওয়া থাকবে। যেমন আমার পেইজের লিংক হলো:https://facebook.com/banglatips-440523037312865/
এখানে আমার পেইজের কোড হলো:440523037312865।
Continue Reading এর ভেতর পেজ এর লিংক দিতে নিচের মত লিখতে হবে:
@+[পেজ কোড:] আপনার ছোট একটি লোভনীয় স্ট্যাটাস @@+[0:[পেজ কোড:1:Continue Reading]] বিঃদ্র:(+ টা উঠিয়ে দিয়ে ভুলবেন না।)
যেমনঃ
@[440523037312865:করুন] dial *500*10* to get 2 gb free gp internet @@[0:[440523037312865:1:continue reading]]

আশা করি আপনি বুঝতে পেরেছেন।ফেসবুক সমর্ন্ধে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।আমরা আপনার প্রশ্নটি পড়া মাত্রই উত্তর দিয়ে দেয়ার চেষ্টা করব।আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।
ফেসবুকে continue reading এর ভিতর কিভাবে লিঙ্ক দিবেন?

Monday, 25 June 2018

June 25, 2018

জিপ ফাইল কি?জিপ ফাইল আনজিপ করার নিয়ম

জিপ ফাইল

জিপ ফাইল কি?

Zip শব্দের বাংলা অর্থ হচ্ছে সংকুচিত করা।জিপ হচ্ছে এমন একটি সফটওয়্যার যার ভেতর অনেক ফাইল থাকে।সহজ কথায় বলতে গেলে,ধরুন আপনার শার্ট,প্যান্ট,টি-শার্ট ইত্যাদি যখন আপনার ব্যাগের থাকে।
এখানে আপনার ব্যাগটিকে বলা যেতে পারে জিপ আর শার্ট,প্যান্ট ও টি-শার্টকে বলা যায় যেকোনো ফাইল।আসলে যখন কোনো ব্যক্তি ইন্টারনেটে কিছু ফাইল আপলোড করতে যায় তখন জিপ আকারে ফাইল আপলোড করে।কারন এক একটি ফাইল আপলোড দিতে গেলে অনেক সময় নষ্ট হয় তাই জিপ আকারে আপলোড করা হয়।আর যারা ফাইলটি ডাওনলোড করতে যায় তাদের সুবিধা হয় কারন তাদের এক একটি করে ফাইল ডাওনলোড করা লাগে না।যখন কোনো ওয়েবসাইট থেকে জিপ ফাইল ডাওনলোড করবেন,তখন জিপ আনজিপ করে নিতে হবে।

জিপ ফাইল আনজিপ করার নিয়ম

  1. জিপ ফাইলকে আনজিপ করতে প্রথমে গুগল প্লেষ্টোর থেকে Es file explorar অ্যাপটি ইন্সটল করে নিন।
    জিপ আনজিপ
  2. আপনার সাধের এন্ড্রয়েড ফোনের মেনু থেকে Es file explorar অ্যাপটি ওপেন করুন।অ্যাপটি কিছু পারমিশন চাইবে আপনি সব পারমিশন গুলা এলাও করে দিন।তারপর আপনি যে জিপটিকে আনজিপ করতে চান তার উপর চেপে ধরে ডান পাশের মেনু ক্লিক করুন।
    আনজিপ জিপ
  3. এবার "Extract to"তে ক্লিক করুন।
    জিপ zip
  4. সবশেষে "ok" লেখায় ক্লিক করলে জিপ ফাইল আনজিপ হয়ে একটি ফোল্ডার হয়ে যাবে।
আশা করি বুঝতে পেরেছেন।না বুঝলে কমেন্ট করুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।আমরা আপনার কমেন্ট দেখা মাত্রই উত্তর দিয়ে দেয়ার চেষ্টা করবো।প্রযুক্তি বিষয়ক পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।

Friday, 22 June 2018

June 22, 2018

গুগল নিয়ে যত প্রশ্ন

গুগল
প্রশ্নঃ গুগল কি?
উত্তরঃ গুগল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন।এটি সার্চ ইঞ্জিন এর পাশাপাশি ফ্রি ইমেইল সহ নানা ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে।
প্রশ্নঃ গুগল সার্চ এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ গুগল এর প্রতিষ্ঠাতা দুজন। একজনের নাম ল্যারি পেইজ এবং আরেক জনের নাম সের্গেই ব্রিন।

প্রশ্নঃ গুগল সার্চের নিয়ম?
উত্তরঃ প্রথমে আপনার ব্রাউজার এড্রেস বারে "Google.com" লিখে ইন্টার বাটনে প্রেস করুন। পরে আপনি যা জানতে চান তাই লিখে সার্চে ক্লিক করুন।

প্রশ্নঃ গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ গুগল প্রতিষ্ঠিত হয় ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে।

প্রশ্নঃ গুগল কোন দেশের?

উত্তরঃ গুগল একটি মার্কিন বহুজাতিক কোম্পানি।

প্রশ্নঃ গুগলের মালিক কে?

উত্তরঃ গুগল এর মালিক দুজন। একজনের নাম ল্যারি পেইজ এবং আরেক জনের নাম সের্গেই ব্রিন।

প্রশ্নঃ গুগল এর জনক কে?

উত্তরঃ গুগলের জনক সার্জেই বিন।

টেকনোলজি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন।আমরা দেখা মাত্রই কমেন্টের উত্তর দিয়ে দেয়ার চেষ্টা করবো।আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।

Thursday, 7 June 2018

June 07, 2018

Google adsence(গুগল এডসেন্স) কী?

গুগল এডসেন্স
প্রশ্নঃ গুগল এডসেন্স কি?
উত্তরঃ Google Adsense হলো গুগলের একটি অ্যাপলিকেশন,জনপ্রিয় অনলাইন এড নেটওয়ার্ক। বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব ও অ্যাপ/সফটওয়্যার এর মধ্যে বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে গুগল এনকাম করে থাকে। গুগল বিজ্ঞাপন প্রদানকারীদের কাছ থেকে ৬০% টাকা নিজে নেয় এবং ৪০% টাকা বিজ্ঞাপন প্রকাশকদের প্রদান করে।আপনার যদি একটি ওয়েবসাইট/ইউটিউব চ্যানেল/অ্যাপ থেকে থাকে তাহলে আপনি বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে ইনকাম করতে পারবেন।
June 07, 2018

ইউটিউব এডসেন্স কি?

ইউটিউব এডসেন্স
প্রশ্নঃ ইউটিউব এডসেন্স কি?
উত্তরঃ Youtube adsence হলো ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শনকারী।আপনি যখন ইউটিউবে প্রবেশ করেন এবং কোনো ভিডিও দেখার সময় বিজ্ঞাপন দেখায়।এই বিজ্ঞাপনটিই হচ্ছে ইউটিউব এডসেন্স।আপনার যদি একটি ভালো ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি আপনার চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

Tuesday, 5 June 2018