আজকের টিউটোরিয়াল,৬০ দিন নয় মাএ ৩ দিনে ফেসবুকের নাম পরিবর্তন করুন।ফেসবুক সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট।জনপ্রিয় সোশ্যাল ওয়েবসাইট ফেসবুক একাউন্টের নাম ১ বার পরিবর্তন করার পর আবার নাম পরিবর্তন করার জন্য ৬০ দিন পর নাম চেঞ্জ করা লাগে।৬০ দিন আগেই ফেসবুকের নাম পরিবর্তন করতে হলে আপনাকে কয়েকটি স্টেপ অনুসরন করতে হবে।
- ৬০ দিনের আগে আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে প্রথমে ফেসবুকে লগিন করে Settings & Privacy>General>Name এ যান। Learn more লেখায় ক্লিক করুন।
- Please let us know লেখায় ক্লিক করুন।
- তিনটি ঘর দেখতে পাবেন। প্রথম ঘরে আপনার প্রথম নাম দিন। যেমন: মোঃ।২য় ঘরে আপনার নাম দিন।যেমনঃ জামাল।৩য় ঘরে আপনার পদবি দিন।যেমনঃমিয়া।
- Reason for this change এর জায়গায় Legal name change দিয়ে দিন।Choose files এ আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ছবি তুলে দিয়ে দিন। সবশেষে Send এ প্রেস করুন।
কিছুক্ষন অপেক্ষা করুন আশা করি আপনার ফেসবুকের নাম পরিবর্তন হয়ে যাবে।
আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন। না বুঝলে কমেন্ট করুন।
Tags:60,৬০,চেঞ্জ,পরিবর্তন,উপায়,নিয়ম,কিভাবে,ফেসবুক,facebook
Tags:60,৬০,চেঞ্জ,পরিবর্তন,উপায়,নিয়ম,কিভাবে,ফেসবুক,facebook
No comments:
Post a Comment