আজকের ট্রিক,কিভাবে জানবেন আপনার আইডিতে কয়টি সিম নিবন্ধিত হয়েছে। জাতীয় পরিচয়পত্র দিয়ে গোপনে কেউ বাড়তি সিম নিবন্ধন করে নেয়নি তো? কিভাবে জানবেন? কোন সিম অপারেটরের কতটি সিম নিবন্ধত হয়েছে,খুব সহজেই জানানোর ব্যবস্থা করেছে কয়েকটি সিম অপারেটর। এই পর্যন্ত চারটি সিম মোবাইল অপারেটর এ সুবিধা চালু করেছে।সিম অপারেটররা ১ এনআইডির অধীনে কতগুলো সিম নিবন্ধন হয়েছে, তা গ্রাহকদের মেসেজ করে জানিয়ে দিয়েছে। যারা এই মেসেজ পাননি, তাঁরা চাইলে মেসেজ কিংবা ডায়াল করে জেনে নিতে পারেন।
গ্রামীণফোনঃ
info লিখে ৪৯৪৯ নম্বরে মেসেজ করুন।
বাংলালিংকঃ
*১৬০০*২# নাম্বারে ডায়াল করুন।
রবিঃ
*১৬০০*৩# নাম্বারে ডায়াল করুন।
এয়ারটেলঃ
*১২১*৪৪৪৪# নাম্বারে ডায়াল করুন।
সূত্রঃ টিউনারপেজ(sayeed2015)
No comments:
Post a Comment