Best aia Files Also Know As Project Files For Android Apps For Online Platforms And New Healt and Technology Updates For You !

Search This Blog

Friday, 18 May 2018

আইডির নাম চেঞ্জ করতে চান?ফেসবুক নাম পরিবর্তন করার নিয়ম/উপায়

ফেসবুক নাম
ছবিঃ ফেসবুক 
আজকের টিউটোরিয়াল,কিভাবে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করবেন।ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট।জনপ্রিয় সোশ্যাল ওয়েবসাইট ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করবেন যেভাবে।ফেসবুকের নাম পরিবর্তন করতে হলে আপনাকে কয়েকটি স্টেপ অনুসরণ করতে হবে।

যেভাবে ফেসবুক একাউন্টের নাম চেঞ্জ করবেন।

  1. ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে প্রথমে ফেসবুকে লগিন করে Settings & Privacy>General>Name এ যান।
  2. তিনটি ঘর দেখতে পাবেন। প্রথম ঘরে আপনার প্রথম নাম দিন। যেমন: মোঃ।২য় ঘরে আপনার নাম দিন।যেমনঃ কামাল।৩য় ঘরে আপনার পদবি দিন।যেমনঃশেখ। সবশেষে Review Change লেখায় প্রেস করুন।
আশা করি আপনার আইডির নাম পরিবর্তন হয়ে যাবে।

      ৬০ দিনের আগে আপনার ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করবেন যেভাবে।

      1. ৬০ দিনের আগে আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে প্রথমে ফেসবুকে লগিন করে Settings & Privacy>General>Name এ যান। Learn more লেখায় ক্লিক করুন।
      2. Please let us know লেখায় ক্লিক করুন।
      3. তিনটি ঘর দেখতে পাবেন। প্রথম ঘরে আপনার প্রথম নাম দিন। যেমন: মোঃ।২য় ঘরে আপনার নাম দিন।যেমনঃ জামাল।৩য় ঘরে আপনার পদবি দিন।যেমনঃমিয়া। 
      4. Reason for this change এর জায়গায় Legal name change দিয়ে দিন।Choose files এ আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ছবি তুলে দিয়ে দিন। সবশেষে Send এ প্রেস করুন।
      কিছুক্ষন অপেক্ষা করুন আশা করি আপনার ফেসবুকের নাম পরিবর্তন হয়ে যাবে। 
      আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন। না বুঝলে কমেন্ট করুন।
       Tags:চেঞ্জ,পরিবর্তন,উপায়,নিয়ম,কিভাবে,ফেসবুক,facebookবদলানো,নেম,ফেইচবুক,ফেজবুক

      No comments:

      Post a Comment