আজকের টিউটোরিয়াল,যেভাবে এন্ড্রয়েড দিয়ে আপনার ওয়েব সাইট এর জন্য অ্যাপ তৈরি করবেন। বর্তমানে ওয়েবসাইটে ভিজিটর আনার অন্যতম মাধ্যম হলো এন্ড্রয়েড অ্যাপলিকেশন। আমাদের অনেকেই কোডিং জানি না। কোডিং ছাড়াই অ্যাপ তৈরি করা যায়। তাও আবার আপনি মনের মতো ডিজাইন করতে পারবেন। অ্যাপটি প্লে ষ্টোর এ আপলোড করতে পারেন।
আরো পড়ুনঃ এন্ড্রয়েড দিয়ে অ্যাপ ডেভেলপ করার জন্য দারুন কয়েকটি অ্যাপলিকেশন। |
ওয়েবসাইট এর জন্য অ্যাপ বানাতে যা যা লাগবে।
- ওয়েবসাইট এর জন্য অ্যাপ বানাতে একটি এন্ডয়েড মোবাইল লাগবে।
- ওয়েবসাইট এর জন্য অ্যাপ তৈরি করতে Sketchware আপ্লিকেশন লাগবে।
যেভাবে ওয়েবসাইট এর জন্য অ্যাপ বানাবেন।
- ওয়েবসাইট এর জন্য অ্যাপ তৈরি করতে প্রথমে Sketchware এ প্রবেশ করে "Create a new project" লেখায় ক্লিক করুন।
- প্রথম বক্সে অ্যাপ এর নাম ও ২য় বক্সে অ্যাপ এর প্যাকেজ নাম দিয়ে "Create app"লেখায় ক্লিক করুন।
- Webview টিকে চেপে ১ সেকেন্ড অপেক্ষা করে টেনে মাঝখানে ছেড়ে দিন।
- LOGIC গিয়ে onCreate লেখায় প্রেস করুন। View থেকে Loadurl টিকে চেপে on activity create এর সাথে যুক্ত করে দিন।
- Webview1 এ ক্লিক করে Webview1 সিলেক্ট করে দিন।
- Loadurl এর পাশের ফাকা বক্সে আপনার সাইটের লিংক দিয়ে সেভ দিয়ে ব্যাক বাটনে ক্লিক করুন।
- Run বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর অ্যাপ টি ইন্সটল করতে বলবে। অ্যাপ টি ইন্সটল করবেন।
তৈরিকৃত অ্যাপটি:
না বুঝলে ভিডিও টি দেখুন।
No comments:
Post a Comment