আজকের দিনে প্রায় সকলেই স্মার্ট ফোন ব্যবহার করে। তবে অনেকের মুখেই শোনা যায় ফোন গরম হওয়ার কথা। কিন্তু এ সমস্যা থেকে কি কোন মুক্তি নেই? হ্যা অবশ্যই আছে। স্মার্ট ফোন গরম হওয়ার কিছু কারনও আছে।
আরো পড়ুনঃ ফোন চার্জ দেয়ার সঠিক উপায়। |
নিচে স্মার্ট ফোন গরম হওয়ার কিছু কারন দেওয়া হলো :
স্মার্ট ফোন গরম হওয়ার প্রথম কারন হলো প্রসেসর। আপনি ফোন ব্যবহার করেন আর নাই বা করেন প্রসেসর কিন্তু চলতে থাকে। তাই ভালো প্রসেসর এর একটি ফোন কেনার চেষ্টা করুন। দুর্বল ব্যাটারিও ফোন গরম করে থাকে। তবে বর্তমানের ফোন গুলিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। দুর্বল নেটওয়ার্ক সিগনালের কারনে স্মার্টফোন গরম করে থাকে। ফোনে ব্যাকগ্রাউন্ড এ কিছু অ্যাপ চলে থাকে তাই স্মার্ট ফোন গরম হয়।
যেভাবে ফোন গরম হওয়া বন্ধ করবেন।
- ফোন বেশি ব্যবহার করা যাবে না। বড় সাইজের অ্যাপ কমদামি ফোনে ব্যবহার করবেন না। বেশি গেম খেলা যাবে না।
- র্যাম ও ক্যাশ পরিষ্কার করে রাখুন। লাইভ ওয়েলপেপার ব্যবহার করবেন না। লাইভ ওয়েল পেপার ফোনকে স্লো করে ফেলে।
- ভালো মানের কভার ব্যবহার করুন।
- ফোনকে শুকনো জায়গায় রাখুন। রোদ থেকে ফোন দূরে রাখুন।
- একসজ্ঞে অনেক অ্যাপ ব্যবহার করবেন না। যেসব অ্যাপস ব্যাকগ্রাউন্ড এ বেশি জায়গা দখল করে তাদের বন্ধ করুন।
- স্মার্টফোন সারা রাত চার্জ দিবেন না। সারা রাত ফোন চার্জ দেয়ার ফলে অনেক স্মার্ট ফোন বিস্ফারণ হয়েছে দেখা গেছে।
- ভাইরাস ও ম্যালওয়্যারের কারনেও স্মার্টফোন গরম হয়।
এছাড়া নানা কারনেই আপনার সাধের ফোন গরম হতে পারে। সাধারণত উপরের কারন গুলোতেই বেশি স্মার্ট ফোন গরম হয়ে থাকে।
No comments:
Post a Comment