Best aia Files Also Know As Project Files For Android Apps For Online Platforms And New Healt and Technology Updates For You !

Search This Blog

Thursday, 3 May 2018

ফোনের লক ভুলে গেলে যা করবেন

ফোনের লক ভুলে গেলে যা করবেন।
এন্ড্রয়েড ফোন নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন লক করে থাকি। আর এই লক ভুলে গেলে ভোগান্তির শেষ থাকে না। এ সমস্যা থেকে বাচতে ফোন রিসেট করতে হয়। তাহলে জেনে নেওয়া যাক

যেভাবে ভুলে যাওয়া প্যাটার্ন লক আনলক করবেন।

  1.   আপনার ফোন আনলক করতে ফোনটি বন্ধ করুন।
  2. একসঙ্গে Up volume key, Power button, Home button চেপে ধরুন যতক্ষন না পর্যন্ত Recovery Mode Screen লেখাটি আসে।
  3. এর পরে ভলিউম কি ব্যবহার করে 'Wipe data/Factory reset' অপশনে আসুন। সিলেক্ট করার জন্য হোম বাটন প্রেস করুন।
  4. আরো পড়ুনঃ ফোন চার্জ দেয়ার সঠিক উপায়।
  5. কনফার্ম করার জন্য আরেক টি পেজ আসবে। আপনি Yes বাটনে ক্লিক করে কনফার্ম করুন।
  6. এর পর কিছুক্ষন  অপেক্ষা করুন। দেখবেন কিছক্ষন পর একা-একাই ফোনটি অন হয়েছে।
কিছু কথা: 
এ প্রদ্ধুতিতে আপনি কিছু সমস্যায় পড়তে পারেন। যেমনঃ
  • আপনার ফোনের কাস্টমাইজ করা সেটিং মুছে যাবে।
  • ফোন মেমোরিতে সেভ করা নাম্বার মুছে যাবে।
  • আরো পড়ুনঃ ফোনে দ্রুত চার্জ চলে যাওয়ার সমাধান।
  • ফোন মেমোরির সমস্ত ফাইল ও অ্যাপ গুলা ডিলিট হয়ে যাবে।
  • আপনার আবার ফোনটি পুনরায় সাজাতে হবে।

No comments:

Post a Comment