ভিডিও সাবটাইটেল কি?
ভিডিও সাবটাইটেল কি?
সহজ ভাষায় ভিডিও সাবটাইটেল হলো ভিডিওর নিচে প্রদর্শিত ভাষা অনুবাদক বাক্য।আরো সহজ ভাষায় বলতে গেলে ইংরেজি সিনেমার নিচে যে বাংলা বা অন্য কোনো ভাষা থাকে তাকেই সাবটাইটেল বলে।যা যে কোনো ভাষাকে অন্য ভাষীকে ভিডিও বুঝতে সহজ করে।নিচের ছবিটি দেখে হয়তো বুঝতে পারবেন।
ভিডিও সাবটাইটেল বহুল ব্যবহ্রত একটি পদ্ধতি।ভিডিও সাবটাইটেল বিভিন্ন ফরমেট হতে পারে।যেমন:srt ও smi ইত্যাদি।
ভিডিও সাবটাইটেল এর সুবিধাঃ
- ভিডিও সাবটাইটেল এর মাধ্যমে আপনি সহজে ভিডিও বুঝতে পারবেন।
- এন্ড্রয়েড ডিভাইস এ সাপোর্ট করে তাই আপনার হাতের স্মার্টফোন দিয়েই সাবটাইটেল ব্যবহার করতে পারবেন।
- গুগলে যেকোনো সিনেমার সাবটাইটেলের নাম লিখে সার্চ করলে সহজেই ডাওনলোড করতে পারবেন।
যেভাবে সাবটাইটেল ডাওনলোড করবেন।
সাবটাইটেল ডাওনলোড করার জন্য গুগলে সার্চ করলে হাজারো ওয়েব সাইট পাওয়া যায়। তবে এর মধ্যে বাংলা সাবটাইটেল পাওয়ার জন্য ভালো ওয়েবসাইট তো অবশ্যই আছে।- সাবটাইটেল ডাওনলোড করার জন্য প্রথমে এই লিংকে যান।
- সার্চ বারে আপনার পছন্দের সিনেমার নাম লিখে সার্চ করুন।
- ভিডিও কোয়ালিটি অনুযায়ী বাংলা ভাষার সাবটাইটেল টি ডাওনলোড করুন।
No comments:
Post a Comment