আপনি হয়ত অনেক জায়গায় কিউআর কোড দেখছেন নিশ্চয়। হয়ত ভেবেছেন এটা আবার কি। বিশেষ করে পন্য,খাদ্য পন্য ও বই এগুলোতেই বেশি দেখা যায়।
কিউআর কোড কি?
কিউআর কোড হলো কুইক রেসপন্স কোড। যা প্রথম জাপানে ব্যবহার করা হয়। কিউআর কোডকে ২বার কোড ও বলা হয়ে থাকে। কিউআর কোড স্ক্যান করে তথ্য পাওয়া যায়।
যেভাবে কিউআর কোড তৈরি করবেন।
- প্রথমে আপনার ব্রাউজারের এড্রেস বারে গিয়ে লিখুন"https://www.qr-code-generator.com"
- ধরুন আপনার ওয়েবসাইট এর লিংক দিয়ে একটা Qr কোড তৈরি করতে চাচ্ছেন। নিচের বক্স এ আপনার ওয়েবসাইট লিংক টি দিয়ে দিন।এবার " Create a qr code" লেখায় ক্লিক করুন।
- "Download"লেখায় ক্লিক করুন।
- কয়েক সেকেন্ড অপেক্ষা করে ডাওনলোড করুন।
যেভাবে কিউআর কোড স্ক্যান করবেন।
- কিউআর কোড স্ক্যান করার জন্য অ্যাপলিকেশন প্রয়োজন পরে। গুগল প্লে স্টোর থেকে Qr & Barcode Scanner অ্যাপটি ইন্সটল করে নিন।
- অ্যাপটি ওপেন করলে ক্যামেরা এর মত দেখাবে। কোনো কিউআর এর সামনে ক্যামেরা টা নিন। তাহলে কিউ আর এর ভেতর কি আছে দেখা যাবে। ঠিক নিচের মত।
- দেখুন আমাদের ওয়েবসাইট এর লিংক টা দেখাচ্ছে।
কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেজবুক পেজে মেসেজ করুন। আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোস্টটি শেয়ার করুন।
No comments:
Post a Comment