Best aia Files Also Know As Project Files For Android Apps For Online Platforms And New Healt and Technology Updates For You !

Search This Blog

Wednesday, 25 April 2018

কিভাবে ইউটিউব ভিডিওকে embed করে ভিউ বাড়ানো যায়

আজকের টিউটোরিয়াল, যেভাবে ইউটিউব ভিডিওকে এম্বেড করবেন। আমারা অনেকেই জানি ইউটিউব পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট।
ইউটিউব থেকে দেশের লাখো মানুষ ইনকাম করছে। দেশের তরুনেরাও ইউটিউব এর দিকে ঝুঁকছে। তো এম্বেড সমন্ধে বিস্তারিত আলোচনা করে নেয়া যাক।

এম্বেড কি?

Imbed হলো কোনো ওয়েব সাইটে নিজের বা অন্যের ভিডিও রেখে আসা।

এম্বেড থেকে কিভাবে ভিউ আসে?

আপনি হয়তো কোনো ব্লগ পোস্টের নিচে দেখেছেন ভিডিও। হয়তো ভিডিটি দেখেছেন। আপনি যে ভিডিও টি দেখেছিলেন সেটি ছিল ইউটিউব imbed ভিডিও। আর এভাবেই ভিডিওতে ভিউ আসে।

এম্বেড কোন সাইটে করবো?

imbed বিভিন্ন সাইটে করতে পারেন। বিশেষ করে ফোরাম বা পাবলিক ব্লগ সাইটে করতে পারেন।যেমন: Trickbd.com,bissoy.com,techtunes.com

যেভাবে এম্বেড করবেন।

ইম্বাড করতে হলে আপনাকে বিভিন্ন সাইটে প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্নের সাথে সম্পর্ক যুক্ত  ভিডিও imbed করতে হবে। যদি আপনি ব্লগে এম্বেড করতে চান তাহলে পোস্টের সাথে সম্পর্ক যুক্ত ভিডিও এম্বেড করতে হবে।
কোনো কোনো সাইটে ভিডিও imbed অপশন থাকে আবার কোনো কোনো সাইটে এম্বেড অপশন থাকে না। যেসব সাইটে এম্বেড অপশন থাকে না সেসব সাইটে এইচটিএমএল দিয়ে ভিডিও এম্বেড করে নিতে হয়। ভিডিও আপলোড করার সময়  এম্বেড অপশন অন করে নিবেন।
এম্বেড এইচটিএমএল কোড: <embed>আপনার ভিডিও লিংক </embed>
আপনার বন্ধুদের জানিয়ে দিতে পোস্টটি শেয়ার করুন। না বুঝলে কমেন্ট করুন।

No comments:

Post a Comment