যেভাবে Youtube থেকে Video Download করবেন।
গুগলের বিখ্যাত একটি অ্যাপলিকেশন ইউটিউব।আর এই ইউটিউবের জনপ্রিয়তা দিন-দিন বাড়ছেই।আজকের টিউটোরিয়াল, ইউটিউব থেকে ডাওনলোড করুন, কোনো প্রকার ঝামেলা ছাড়া। আমরা ইউটিউব থেকে ডাওনলোড করার জন্য অনেকে অ্যাপলিকেশন ব্যবহার করি। অ্যাপলিকেশনে থাকে বিজ্ঞাপন ঝামেলা।বিজ্ঞাপন আমাদের অনেকের কাছে বিরক্ত লাগে তাই আজকে আমরা একটি বিজ্ঞাপন বিহীন ওয়েব-সাইট থেকে ভিডিও ডাওনলোড করা শিখবো।যেভাবে ইউটিউব থেকে ভিডিও ডাওনলোড করবেন।
- প্রথমে যে ভিডিওটি আপনি ডাওনলোড করবেন তার লিংক কপি করুন।
- আপনার ডিভাইস এর ব্রাউজার এ গিয়ে "www.savefrom.net" লিখে এন্টার প্রেস করুন।
- আপনার কপি করা লিংকটি পেস্ট করে এন্টার এ প্রেস করুন।
- এবার আপনার মনের মত কোয়ালিটি অনুযায়ী ডাওনলোড করুন।
আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোস্টটি শেয়ার করুন।
No comments:
Post a Comment