যেভাবে SSC(এসএসসি),JSC(জেএসসি),JDC(জেডিসি),HSC(এইচএসসি),Diploma in Commerce(ডিপ্লোমা ইন কমার্স), Dakhil(দাখিল),Alim(আলিম),Vocational (ভোকেশনাল) ও BM(বিএম) এর পরীক্ষার রেজাল্ট বের করবেন।
তথ্য প্রযুক্তির যুগে এখকার শিক্ষার্থীদের দৌড়া-দৌড়ি করা লাগে না। যদি থাকে, হাতের কাছে স্মার্ট ফোন। বর্তমানে সরকারের নিদিষ্ট ওয়েব-সাইটের মাধ্যমেই জানা যাচ্ছে পরীক্ষার রেজাল্ট। এছাড়া জানা যাচ্ছে এসএমএস এর মাধ্যমে।
আরো পড়ুনঃ-
ওয়েব-সাইটের মাধ্যমে রেজাল্ট পাওয়াঃ
- আপনার মূল্যবান রেজাল্ট বের করতে প্রথমে ব্রাউজারের এড্রেস বারে লিখুন www.educationboardresults.gov.bd
- আপনি কোন রেজাল্ট জানতে চাচ্ছেন, আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন,আপনি কোন বোর্ড এর শিক্ষাথী,রোল নাম্বার,রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচা পূরন করে সাবমিট এ ক্লিক করুন। দেখবেন আপনার রেজাল্ট আপনার সামনে।
আরো পড়ুনঃ মার্কশীট সহ পরীক্ষার রেজাল্ট বের করবেন যেভাবে। |
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পাওয়াঃ
আপনার মূল্যবান রেজাল্ট জানতে প্রথমে আপনার মেসেজ অপশনে গিয়ে লিখুন, আপনার পরীক্ষা<ফাকা>ইংরেজিতে বোর্ড এর তিনটি অক্ষর<ফাকা>রোল নাম্বার<ফাকা>বছর লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোস্টটি শেয়ার করে দিন।
No comments:
Post a Comment