Best aia Files Also Know As Project Files For Android Apps For Online Platforms And New Healt and Technology Updates For You !

Search This Blog

Sunday, 20 January 2019

রবিতে কিভাবে টাকা ধার নেওয়া যায়

আজকের পোস্ট,রবিতে কিভাবে টাকা ধার নেওয়া যায়।আসসালামু আলাইকুম। কেমন আছেন ? আমি আল্লাহর রহমতে ভালোই আছি।আমাদের অনেক সময় কথা বলতে বলতে ফোনের ব্যালেন্স টাকা শেষ হয়ে যায়। আবার দেখা যায়,পকেটেও টাকা থাকে না। তখন আপনি চাইলে আপনার রবি সিমের অফিস থেকে 5 টাকা বা তার বেশি টাকা ধার নিতে পারেন।আপনি কত টাকা ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স টাকা পাবেন, তা নির্ভর করে আপনার মাসিক রিচাজের উপর। সহজ কথায়, আপনি রবি সিম ব্যবহারে কেমন টাকা-পয়সা খরচ করেন।  রবি অফিস থেকে 5 টাকা বা তার বেশি টাকা নিতে  *8811*1#  USSD কোড আপনার মোবাইলে উঠিয়ে ডায়েল করুন। এবার দেখুন একটি ম্যাসেজ এসেছে এবং আপনার সিমে 5 বা তার বেশি  টাকা চলে এসেছে। এই ব্যালেন্স টাকা জানতে *8444# নাম্বারে ডায়াল করুন।বিঃদ্রঃ আপনি যখন আপনার মোবাইলে টাকা রিচার্জ করবেন,তখন এই ধার টাকা কেটে নেয়া হবে। আজ এ পর্যন্তই।সবাই ভালো থাকবেন।খোদা হাফেজ।
Tags:ইমার্জেন্সি টাকা,লোন কোড,সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড

No comments:

Post a Comment